ডাকাতির প্রস্তুতির মামলায় সাতজনের কারাদণ্ড

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-25 17:04:17

ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে গ্রেফতার সংক্রান্ত মামলায় ৭ আসামিকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। সাক্ষ্যগ্রহণের আগে তিনি ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আসামিরা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রতন ওরফে বোম রতন, জুয়েল, জীবন ওরফে পট্টি জীবন, রিপন, শাহীন, শামীম হাওলাদার ও অলিউল্লাহ।

২০২২ সালের ৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বিজলী মহল্লার জান্নাতবাগ মাঠের ভেতর আসামিরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব বর্মন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সুজন মাহমুদ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ সম্পর্কিত আরও খবর