সম্রাটকে পাসপোর্ট নিজ হেফাজতে রাখার অনুমতি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-05 20:02:06

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরীকে তার পাসপোর্ট নিজ জিম্মায় রাখার অনুতি দিয়েছেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় মঙ্গলবার (০৫ মার্চ) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল আলম এ আদেশ দেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা পাসপোর্ট আদালতের জিম্মা থেকে আসামির জিম্মায় প্রদানের আবেদন করেছিলেন।

চার্জ শুনানির জন্য সম্রাটের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত আগামী ২১ এপ্রিল চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এ সম্পর্কিত আরও খবর