সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2024-02-14 17:20:40

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে জেলাল হোসেন শেখ (৪৪) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা দুইটি ধারায় এই কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ জেলার বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. চাঁদ আলী এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার সুত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র‍্যাব-১২ কামারখন্দ উপজেলা ও তার আশ পাশের এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় র‍্যাবের কাছে খবর আসে বেলকুচি উপজেলার জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যে পাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা।

এ সময় জেলাল হোসেন শেখকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারার অপরাধে ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন বিচারক।

এ সম্পর্কিত আরও খবর