চট্টগ্রাম মহানগর যুবদলের ৭ নেতা কারাগারে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-30 21:22:40

 

চট্টগ্রাম মহানগর যুবদলের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন আদালতে তারা জামিন আবেদন করলে বিচারকরা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন না পাওয়া নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চান্দগাঁও থানা যুবদল নেতা আবদুস সাত্তার, চকবাজার থানা যুবদল নেতা সাদ্দামুল হক সাদ্দাম, শহিদুল করিম শহিদ, বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ শফিক ও ১৯ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা আলী আজগর।

এদিকে তাদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ সাগির স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, যুবদল নেতৃবৃন্দকে মিথ্যা, বানোয়াট, গায়েবি মামলায় গণগ্রেফতার, হয়রানির পাশাপাশি এখন উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে জামিন নিতে গেলে আদালত গণহারে জামিন নামঞ্জুর করে মৌলিক অধিকার হরণ করছে। ডামি ও একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন ও দুঃশাসন অব্যাহত রেখেছে।

‘সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্বল নয়। এই দলটি বিপুল জনসমর্থিত একটি রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীদের ওপর যতই দমনের স্টিম রোলার চালানো হোক না কেন, চলমান গণ-আন্দোলনের ঢেউকে বাধাগ্রস্ত করা যাবে না। তীব্রতর আন্দোলনের মাধ্যমেই ডামি সরকারকে নতুন নির্বাচনে বাধ্য করা হবে।’

তারা অবিলম্বে চট্টগ্রাম মহানগর যুবদলের ৭ নেতৃবৃন্দসহ দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর