দু’মামলার একটিতে আমীর খসরুর জামিন, আরেকটি নামঞ্জুর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-01-24 13:58:09

রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে প্রধান বিচারপতির বাস ভবনে হামলার মামলার অভিযোগে রমনা মডেল থানার মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ জানুয়ারি পল্টন থানার দুই মামলায় জামিন পান আমীর খসরু। ১৮ জানুয়ারি চার মামলায় ও ২১ জানুয়ারি আরও দুই মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর