দশ মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-13 13:17:11

রাজধানীর দুই থানায় দায়ের হওয়া ১০ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন।

মামলাগুলোর মধ্যে পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১০ মামলায় মির্জা ফখরুল এজাহারনামীয় আসামি হলেও তাকে এ সব মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

এ সম্পর্কিত আরও খবর