আদালত চত্বরে সহিংসতা করলে ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-11 15:07:25

আদালত চত্বরে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি বলেন, বিশৃঙ্খলারোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, আদালতে মামলার শুনানি কিংবা বিচার ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে থানায় ধরে নিয়ে বেদম মারধরের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আপাতত এ নিয়ে কোন মন্তব্য নয়।

নাইকো দুর্নীতি বিষয়ে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, বিএনপি জোট সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে নাইকো চুক্তি করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর