তারেক-জোবায়দার দুর্নীতি মামলার রায় ২ আগস্ট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:16:37

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার রায়ের জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে বেলা ৩টায় যুক্তিতর্ক শুরু করেন দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পিপি মোশাররফ হোসেন কাজল।

একটানা ৫৫ মিনিট তিনি দুদকের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের জন্য এ দিন ধার্য করেন।

রায়ের পর্যায়ে আসার আগে ৪২ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

যুক্তিতর্ক উপলক্ষে আদালতে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আদালতের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

 

এ সম্পর্কিত আরও খবর