আমানসহ বিএনপি'র ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:39:14

ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার মামলায় বিএনপ‘র ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ বিএনপি’র ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার এক আদালত।

রোববার (২ ডিসেম্বর) মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফউজ্জামান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বিচারের জন্য জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের জিআরও মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে ১৬৯ জন জামিন নিয়েছিলেন। তাদের মধ্য থেকে মামলার তদন্ত কর্মকর্তা সাত জনকে চার্জশিট থেকে বাদ দিয়েছেন। ফলে ১৬২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

২০১৭ সালের ২ জুন কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর