বিএনপি নেতা পিন্টুসহ ১১ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 06:03:39

রাজধানীর মিরপুর থেকে সাপের বিষসহ গ্রেফতার পাবনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ১১ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- লিটন রহমান, আসাদ চৌধুরী, ফিরোজ মাহমুদ, রনজিৎ সেন, কমলেশ মুখার্জী, সদর উদ্দিন, মাহফুজ হক, মো. আনিছ, সৈয়দ হোসেন ও হামিম ওরফে শুভ্র।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই আবু সাঈদ আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাপের বিষ বিদেশ হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গত সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মিরপুর থানাধীন পশ্চিম মনিপুরের একটি বাসার সামনে থেকে পিন্টুসহ ১১ জনকে আটক করে। তাদের কাছে তিন কোটি টাকা মূল্যের সাপের বিষ পাওয়া যায় বলে র‌্যাব জানায়।

এ সম্পর্কিত আরও খবর