পাকিস্তান হাইকমিশনে চুরির মামলায় ৬ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 23:59:14

রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে চুরির মামলায় ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেব্রবত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোস্তফা, দুলাল মিয়া ওরফে দুলাল, সজল ওরফে কালু, সেকুল ইসলাম, নিমাই বাবু ও জাহাঙ্গীর আলম।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

হাইকমিশনের চুরির ঘটনায় ২৫ নভেম্বর গুলশান থানায় অভিযোগ করে পাকিস্তান হাইকমিশন কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। তদন্তে এ চুরির মূল হোতা কালুকে শনাক্ত করে।

তদন্তের পর মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালুসহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি সিপিইউ, দুইটি ইউপিএস, একটি কম্পিউটার মনিটর ও চুরির কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর