সাজার বিরুদ্ধে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আপিল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:21:20

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। একই সঙ্গে তিনি জামিনেরও আবেদন করেন।

তার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, খালাস চেয়ে আপিল, দণ্ড স্থগিত এবং জামিন আবেদন করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) বিচারপতি মো. শওকত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় গত ২০ নভেম্বর ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়াও তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের দিন পলাতক ছিলেন তিনি। পরে ওইদিন রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে। কিন্তু তিনি কোনো বিবরণী দাখিল না করায় পরবর্তীতে এ মামলা দায়ের করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর