পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় চার্জগঠনের আদেশ ১৮ মে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 18:19:14

ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) আদেশ ১৮ মে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পরীমণির উপস্থিতিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ শেষ হয় অভিযোগ গঠনের শুনানি। এ সময় আদালতের কাছে ন্যায় বিচার চান এই চিত্রনায়িকা।

পরীমণি আদালতকে বলেন, গত বছরের ১৪ জুন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি এবং আরও কয়েকজন তাকে যৌন হয়রানি করেছেন।

আদালতের কাছে পরীমণি আরও বলেন, সেদিনের ঘটনার সঙ্গে নাসির এবং অন্যরা সরাসরি জড়িত ছিলেন।

এসময় আদালতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিনসহ জামিনে থাকা তিন আসামি।

এর আগে ৩ মার্চ এ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন চার্জ গঠনের জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেন।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় গত বছরের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তার সহযোগী শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন।

পরীমণির করা এ মামলায় জামিনে আছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী। তবে পলাতক রয়েছেন আসামি শাহ শহিদুল আলম। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর