হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

, আইন-আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-21 16:29:34

হেরোইন রাখার দায়ে সোহেল রানা (৩৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ মার্চ) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডিত সোহেল রানা গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ এপ্রিল গাংনীল হিন্দা গ্রামে হেরোইন কেনাবেচার সময় ৫০ গ্রাম হেরোইনসহ সোহেল রানাকে আটক করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযান দল। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (গ)/৪১ ধারায় সোহেল রানার নামে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করে ডিবি।

গাংনী থানার দায়ের করা ওই মামলাটি তদন্ত করেন মেহেরপুর ডিবির পরিদর্শক খন্দকার শাহ আলম। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে তিনি আদালতে
চার্জশিট (তদন্ত প্রতিবেদন) দাখিল করেন।

এ মামলায় মোট ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিজ্ঞ আদালত। সাক্ষ্য প্রমাণে সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে তাকে সশ্রম যাবজ্জীবন কারণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। হেরোইনের মামলায় আটকের পর থেকেই সোহেল রানা মেহেরপুর জেলা কারাগারে হাজতবাসে রয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাড. আব্দুল মতিন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দণ্ডিত সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।

এ সম্পর্কিত আরও খবর