চ্যারিটেবল মামলায় খালাস চেয়ে খালেদার আপিল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:03:06

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (১৮ নভেম্বর) খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান।

গত ২৯ অক্টোবর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাকে দণ্ডের অতিরিক্ত ১০ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন।

এ মামলার অপর তিন আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকেও একই দণ্ড প্রদান করেন।

পাশাপাশি চ্যারিটেবল ট্রাস্টের অনুকূলে কেনা কাকরাইল মৌজার ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

রায়ের দিনই সার্টিফায়েড কপির জন্য আবেদন করেছিলেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত ১৪ নভেম্বর রায়ের কপি হাতে পান তিনি। ওইদিন তিনি জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব খালেদা জিয়ার খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুদক।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

এ সম্পর্কিত আরও খবর