পল্টনের ঘটনায় মির্জা আব্বাস দম্পতির হাইকোর্টে জামিন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:36:12

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রতি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির মনোনয়ন ফরম নেওয়ার সময় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলাগুলো দায়ের করা হয়।

রোববার (১৮ নভেম্বর) মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস হাইকোর্টে উপস্থিত হয়ে আগাম জামিন চান। শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ ৮ সপ্তাহের আগামি জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার (১৮ নভেম্বর) সকালে তারা হাইকোর্টে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের কক্ষে অবস্থান নিয়েছিলেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

এ সম্পর্কিত আরও খবর