বিএনপি নেত্রী নিপুণ রায়সহ ৭ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:05:55

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাতজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র পরিদর্শক কামরুল ইসলাম আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন ও মোহসিন।

আইনজীবী সানাউল্লাহ মিয়া ও নিপুন রায়ের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরী আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন।

শুনানিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার নয়াপল্টনের সংঘর্ষে পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর