চ্যারিটেবল মামলার রায়ের অনুলিপি পেলেন খালেদার আইনজীবীরা

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:34:58

 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেয়েছেন দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

বুধবার (১৪ নভেম্বর) অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত থেকে ৬৩২ পৃষ্ঠার রায়ের অনুলিপি গ্রহণ করেন।

রায়ের অনুলিপি গ্রহণের পর সানাউল্লাহ মিয়া বলেন, মামলার রায়ের দিনই অনুলিপির জন্য আবেদন করেছিলাম। সে রায়ের অনুলিপি আজ পেলাম। খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।

গত ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত। মামলার অপর আসামিদেরও একই দণ্ড প্রদান করেন আদালত।

শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের নামে খরিদকৃত ঢাকার কাকরাইল মৌজার ৪২ কাঠা জমিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।

২০১১ সালের ৮ আগস্ট এ মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ সম্পর্কিত আরও খবর