নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩ জানুয়ারি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:47:32

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ৩ জানয়ারি ধার্য করেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার শুনানি পেছানোর আবেদনের প্রেক্ষিতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবির এ আদেশ দেন।

বুধবার (১৪ নভেম্বর) সাড়ে দশটায় নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আদালতে এ আদেশ দেওয়া হয়।

এজলাসের শুরুতে শারীরিক অসুস্থতা দেখিয়ে আংশিক চার্জ শুনানি পেছানোর দাবি জানান মওদুদ আহমেদ। দুদকের আইনজীবী তখন প্রতিবাদ করে বলেন, ‘উনার শারীরিক সমস্যার কারণে অনেকবার শুনানি পেছানো হয়েছে। আদালত মওদুদের আবেদন নামঞ্জুর করে তাকে চার্জ শুনানি শুরুর নির্দেশ দেন।

পরে সানাউল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে শুনানির পরবর্তী দিন ধার্য করেন। 

এর আগে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থপিত এজলাসে নাইকো মামলার বিচার কার্যপরিচালনা হত। গত ৭ নভেম্বর এজলাস স্থানান্তর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে এ মামলার বিচার কার্যক্রম এখন থেকে ঢাকা মহানগর ১২৫ নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে অস্থায়ী আদালত অনুষ্ঠিত হবে।

তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছরের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করে দুদকের তৎকালীন সহকারি পরিচালক সাহিদুর রহমান চার্জশিট দাখিল করেন।

মামলার তিন আসামী নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেপের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক পলাতক রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর