রানুকে পরামর্শ লতার!

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা | 2023-08-30 02:44:25

বর্তমানে রানাঘাটের রানু মন্ডল সেলিব্রেটি। হিমেশ রেশমিয়া ছবিতে গান গেয়েছেন তিনি। সালমান খানের এক ছবিতে গান গাইবেন বলে শোনা যাচ্ছে এই লতা কণ্ঠীর। এছাড়া মুম্বাইয়ের এক রিয়েলিটি শোতে ডাক পেয়েছে সে। কিন্তু যার সুরে তার এই খ্যাতি, সেই লতা মঙ্গেশকরের কণ্ঠে অন্য সুর রানুকে নিয়ে।

লতা বললেন, ‘কেউ যদি আমার নাম ও কাজে উপকৃত হন আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’ যদিও তার পরেই তিনি বলেছেন, ‘আমি মনে করি যে সাফল্যের জন্য অনুকরণ করা কোনও নির্ভরযোগ্য এবং স্থায়ী পন্থা নয়। আমার গান বা কিশোরদা বা রফি সাহেব বা মুকেশ ভাইয়া বা আশার ভোসলের গান গেয়ে হয়তো কিছুদিনের জন্যে নজর কাড়া সম্ভব, কিন্তু এই চমক দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।’

তবে এ কথা যে তিনি শুধুই রানু মন্ডলের উদ্দেশে বলেছেন কি না, তা নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই। তবে বেশির ভাগই মনে করছেন তিনি সব উঠতি গায়ক-গায়িকার জন্যই এ কথা বলেছেন তিনি।

এছাড়া লতা মঙ্গেশকর আরও বলেন, ‘এত জন আমার গানগুলো এত সুন্দর করে গায়। সেসব সাফল্য প্রথম ঝলকের পরে তাদের মধ্যে কতজনের কথা মানুষ মনে রাখে? আমি তো সুনিধি চৌহান এবং শ্রেয়া ঘোষালকেই শুধু চিনি।’

লতার পরামর্শ, আসল হোন। তবেই ময়দানে টিকে থাকা যায়। বোন আশা ভোসলের উদাহরণ দিয়ে লতা বলেন, ‘আশা যদি নিজের স্টাইলে গান গাওয়ার বিষয়ে জোর না দিত, তবে সে চিরকাল আমার ছায়ায় ঢাকা পড়ে থাকত। তাতে আশা একদিন নিজের সত্বা হারিয়ে ফেলত।’

এ সম্পর্কিত আরও খবর