কলকাতার সব স্কুল বন্ধ ঘোষণা

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা, বার্তা২৪.কম | 2023-09-01 21:02:49

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানতে পারে ভারতের পশ্চিমবঙ্গে। এজন্য আগামী শুক্র ও শনিবার (৩ ও ৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতার স্কুলগুলো। এছাড়া, শহরের সমস্ত বড় হোল্ডিং নামিয়ে ফেলা হচ্ছে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রাকৃতিক দুর্যোগের আগে একাধিক পদক্ষেপ নিয়ে চূড়ান্তভাবে সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এরই মধ্যে কলকাতা পুরসভার তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজার এলাকাগুলোতে অতিদ্রুত প্লাস্টিক পরিষ্কার করতে বলা হয়েছে।

আবহাওয়ার খবর অনুযায়ী, দীঘা সমুদ্র সৈকতের দিকে আরও ৫০ কিলোমিটার এগিয়ে এসেছে ফণী। বর্তমানে এপি মাত্র ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং দ্রুত এগিয়ে আসছে। ওড়িশা রাজ্যের পুরী সমুদ্র সৈকত থেকে মাত্র ৪৩০ কিলোমিটার দূরে রয়েছে এটি।

এ সম্পর্কিত আরও খবর