আইআইটিতে খুলছে নতুন গবেষণা কেন্দ্র

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 06:02:58

এখন থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা তাঁদের তৈরি পণ্য অল্প খরচে উন্নতমানের করতে পারবে। আর তার লক্ষ্যে কাজ করবে আইআইটির সেন্টার অফ এক্সেলেন্স ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। এ উপলক্ষে রোববার (৩ ফেব্রুয়ারি) খড়গপুর আইআইটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

পাশাপাশি ভারী শিল্পে উৎপাদিত পণ্যর গুনগত মান উন্নয়নে গবেষণা করা যাবে খড়গপুর আইআইটিতে।

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে মন্ত্রী ও আইআইটির বিশেষজ্ঞরা বলেন, 'প্রযুক্তিগত সুবিধা থেকে রোবোটিক ওয়েল্ডিং, ইন্ডাস্ট্রি স্কেল সিটি স্ক্যান, রবোটিক থ্রিডি লেজার স্ক্যানের সুবিধা সহ অত্যাধুনিক সব ধরণের সুযোগ সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও উন্নতমানের পণ্য তৈরীতে প্রযুক্তিগত সাহায্য, সামগ্রী থেকে শুরু করে ল্যাবরেটরি ও  দক্ষ শ্রমিকের প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা করা হবে। আর এ জন্য তৈরি হবে 'ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইউনিট'।

এ সম্পর্কিত আরও খবর