সিউড়ির ছেলে আফ্রিকার সর্বোচ্চে শৃঙ্গে

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 13:24:06

মানুষের কত রকম নেশাই না থাকে, তার তেমনি এক নেশা সাইকেলে চেপে ঘুরে বেড়ানো। তবে তাই বলে দুই চাকায় ভর করে পাহাড়ে ওঠা! হ্যাঁ, ভারতের প্রজাতন্ত্র দিবসে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থান উহুরু শৃঙ্গে (৫,৮৯৫ মিটার) পতাকা উড়ালেন বাঙালি সন্তান সিউড়ির উজ্জ্বল পাল। তার প্রিয় সঙ্গী সাইকেলে চেপে কিলিমাঞ্জারো পর্বতে উঠেছেন তিনি।

‘সবুজ বাঁচাও’ আন্দোলনের প্রচার করতেই পরিবেশ বান্ধব যান সাইকেল তার এই উদ্যোগ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়ছেন উজ্জ্বল। এখন পর্যন্ত দুই চাকায় ভর করে ১২টি দেশে সবুজের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।

তার সবশেষ সাফল্য যোগ হলো ২৬ জানুয়ারি কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থানে ভারতের পতাকা উড়ানোর মধ্যে দিয়ে দিয়ে।

এ সম্পর্কিত আরও খবর