কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:26:42

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩ ডিসেম্বর) কলকাতা পুরনিগমে (কর্পোরেশন) ১২১ ওয়ার্ড কাউন্সিলরের ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম। বিরোধী বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত পেয়েছেন পাঁচ কাউন্সিলরের ভোট।

মেয়র নির্বাচন ঘিরে ক্রস ভোটিং-এর জল্পনা তুঙ্গে ছিল। তবে ফলাফল প্রকাশের পর সেই জল্পনায় ইতি ঘটেছে। অটুট রয়েছে কলকাতা নগরের অন্দরমহলে শাসক দল তৃণমূলের শক্তি ও একতা।

কলকাতা পুরনিগমে মোট ওয়ার্ড কাউন্সিলর ১৪৪ জন। এর মধ্যে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা ১২২। কিন্তু অসুস্থতার কারণে এদিন ভোট প্রক্রিয়ায় অংশ নেননি কলকাতা পুরনিগমের ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। ফলে ১২১ জন কাউন্সিলরের ভোট পান ফিরহাদ হাকিম।

বামপন্থীরা এদিন মেয়র নির্বাচন বয়কট করেন। ঐ সময় মেয়র ও চেয়ারপার্সনের ঘরের সামনে ১৪ জন বাম কাউন্সিলর বিক্ষোভ দেখান। একইভাবে ভোট দানে বিরত ছিলেন কংগ্রেসের দুই কাউন্সিলরও।

কলকাতার হবু মেয়র ফিরহাদ হাকিমকে দেওয়া কথা রেখেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে ভোট শুরুর কিছুক্ষণ পরেই পুরনিগমে এসে নির্দিষ্ট নিয়ম মেনে মেয়র পদের নির্বাচনে ভোট দেন শোভন। তিনি জানান, ‘বন্ধু ফিরহাদ পুরনিগম পরিচালনার জন্য অত্যন্ত যোগ্য মানুষ।’

এ সম্পর্কিত আরও খবর