যে বাড়িতে শতবর্ষ আগে রচিত হয়েছিল নজরুলের 'বিদ্রোহী'

, কলকাতা

কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:39:45

কাজী নজরুল ইসলামের জাগরণীমূলক 'বিদ্রোহী' কবিতা রচনার শতবর্ষ ছিল মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। ইতিহাসের মাহেন্দ্রক্ষণে 'বিদ্রোহী' র রচনাস্থল মধ্য কলকাতার সেই ঐতিহাসিক বাড়ির সামনে ছায়ানট কলকাতা-এর কয়েকজন উপস্থিত হন। ছায়ানট সভাপতি শিল্পী সোমঋতা মল্লিক এ তথ্য জানিয়েছেন বার্তা২৪.কম'কে।

উল্লেখ্য, ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মধ্য কলকাতার নিউমার্কেট সংলগ্ন ৩/৪সি তালতলা লেনের একটি বাড়িতে বসে কাঠ পেন্সিলে কবিতাটি লিখেন নজরুল। কবিতা লেখার পরের দিন সকালে প্রথম পড়ে শুনিয়েছিলেন ওই বাড়িতে তার সঙ্গে বসবাসকারী বন্ধু ও সুহৃদ কমরেড মুজফফর আহমেদকে।

ছায়ানট কলকাতা সেই ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও সংরক্ষণের প্রয়োজনীয়তার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও আয়োজন গ্রহণ করেছে। 'বিদ্রোহী' রচনার শতবর্ষপূর্তির ইতিহাসঋদ্ধ-স্মরণীয় দিনে ছায়ানট কলকাতা বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করে।

প্রসঙ্গত, 'বিদ্রোহ' রচনার স্মৃতিধন্য বাড়িতে ঐতিহাসিক তথ্য সম্বলিত একটি ফলক স্থাপিত হয়েছে বলে জানান সোমঋতা মল্লিক।

এ সম্পর্কিত আরও খবর