উগ্রবাদ রুখতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 22:45:17

পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনীতিভিত্তিক সংগঠন 'ইকওয়াস' (ECOWAS)-এর প্রধান বলেছেন, পশ্চিম আফ্রিকার নেতারা এ অঞ্চলে ইসলামের নামে উগ্রবাদ এবং হুমকি মোকাবেলায় বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ অঞ্চলের কিছু গোষ্ঠীর আইএসসহ অন্যান্য উগ্রবাদ সংগঠনগুলোর সঙ্গে শক্তিশালী বন্ধন তৈরি হওয়ার ফলে এ অঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বিশেষ করে মালি এবং বুর্কিনা ফাসোতে জাতিগত সহিংসতা ব্যাপকতায় রূপ নিয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) পশ্চিম আফ্রিকার এ অর্থনৈতিক গ্রুপটির ১৫ নেতা বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে মিলিত হন। সম্মেলনের পাশাপাশি মৌরিতানিয়া ও চাঁদের রাষ্ট্রপ্রধান এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিয়ে আলাদাভাবে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।

আঞ্চলিক এ অর্থনৈতিক সংস্থাটির প্রধান জন ক্লোদ কাসী ব্রো বলেন, যৌথভাবে সন্ত্রাস দমনে সংস্থার সদস্য রাষ্ট্রগুলো বিলিয়ন ডলারের দ্রুত আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

এক রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘকে আরও শক্তিশালী ভূমিকা পালনে আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর