১৩ হাজার মানুষকে হজের আমন্ত্রণ বাদশাহ সালমানের

হজ, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:23:23

প্রতিবারই বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি স্কলার, বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয় আমন্ত্রণে হজের ব্যবস্থা করেন সৌদি আরবের বাদশাহ সালমান। এরই ধারাবহিকতায় এবার রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিশ্বের ৭২ দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিকে হজের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ১৪৪০ হিজরির হজপালনে এসব বিশেষ ব্যক্তিদের হজের আমন্ত্রণ ইতোমধ্যেই হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের বিশেষ আমন্ত্রণে সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তি হজপালনের সুযোগ পাবেন।

সৌদি আরব সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন বাদশাহ সালমান।

আরও পড়ুন: ১ হাজার ফিলিস্তিনি পাচ্ছেন ফ্রি হজের সুযোগ

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে, মুসলিম রাষ্ট্রসহ বিশ্বের অপরাপর দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর হজ করানো হয়।

১৪১৭ হিজরি থেকে সৌদি বাদশাহর আমন্ত্রণে দেশটির সরকার রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিকে হজ করানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫২ হাজার ৭৪৭ জন বিশিষ্ট ব্যক্তি হজ পালন করেছেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ওআইসিভুক্ত দেশগুলো ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, নেদারল্যান্ড, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশ।

এর আগে ৮ জুলাই সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ১ হাজার ফিলিস্তিনি শহিদ পরিবারের সদস্যকে বিনামূল্যে হজ করানোর ঘোষণা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর