রংপুরে হজযাত্রীদের মাল্টিমিডিয়ায় প্রশিক্ষণ

হজ, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-22 21:44:42

রংপুর থেকে পবিত্র হজ গমনেচ্ছুকদের নিয়ে তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ মাল্টিমিডিয়ার মাধ্যমে হজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হাজী কল্যাণ সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।

সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে আরপিএমপি বলেন, 'হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের যাতে কোনো ভোগান্তি না হয়, এজন্য সরকার সবসময় সতর্ক। এখন হজ এজেন্সি ছাড়াও সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে হজ নিয়ে দুর্ভোগ পোহাতে না হয়।'

এ সময় তিনি বলেন, 'রংপুরে কোনো এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেলে, ছাড় দেওয়া হবে না।'

জেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা এমদাদ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোঃ মাহফুজার রহমান, ইসলামী ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, আজাদ হোমিও হলের স্বত্বাধিকারী আখতার হোসেন বাদল ও আজিজুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, চিকিৎসা বিষয়ক পরামর্শক সামসুজ্জামান সরকার।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় হজ গমনেচ্ছুক দুই হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর