দেশে দেশে ঈদুল ফিতরের আলোচিত ছবি

ঈদ, ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:22:56

ভারত থেকে শুরু করে থাইল্যান্ড, মিসর থেকে আলবেনিয়াসহ নানাদেশের গণ্ডি ছাড়িয়ে সারাবিশ্বের মুসলিমরা রমজানের পর ঈদুল ফিতরের উদযাপন করেছেন নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে। ঈদুল ফিতরের দিন মুসলমানরা পরিবার-পরিজনের সঙ্গে কাটান। আয়োজন করা হয় বাহারি খাবারের।

ইসলামি শরিয়ত মোতাবেক ঈদুল ফিতরের দিন রোজা রাখা নিষিদ্ধ। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদের দিনটি শুরু হয় নামাজ আদায়ের মধ্য দিয়ে। এ ছাড়া ঈদের জন্য প্রস্তুতি নেওয়া হয় বেশ কয়েকদিন আগে থেকেই। এদিন ঈদগাহে ঈদের নামাজের পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশির সঙ্গে দেখা, কুশল বিনিময়, কোলাকুলি ও মজাদার খাবারের স্বাদ নেওয়া মুসলিমদের ঐতিহ্য আর সংস্কৃতির সাথে মিশে আছে।

বার্তা২৪.কম-এর পাঠকদের জন্য বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের কিছু ছবি তুলে ধরা হলো। ছবিগুলো অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর ফটো সাংবাদিকরা তুলেছেন।

আলবেনিয়ার রাজধানী তিরানার সিকান্দারবাজ স্কয়ারে ঈদের নামাজ আদায়ের দৃশ্য। নামাজ আদায়ের এমন দৃশ্য বেশ বিরল।


ইন্দোনেশিয়ার মুসলিম ছেলেরা মুখের ভেতরে তেল নিয়ে তা জ্বলন্ত আগুনে ছুঁড়ে মেরে আনন্দ প্রকাশ করছে।

থাইল্যান্ডের দক্ষিণাংশের প্রদেশ পাটানির ‘তালো কাপো’ সমুদ্র সৈকতে ঈদের দিন দুই থাই তরুণী মোবাইলে ছবি তুলছেন। যদিও তাদের মুখ নেকাবে ঢাকা।

জেরুজালেমের বায়তুল মোকাদ্দাস প্রাঙ্গণে ঈদের নামাজের শেষে সাদা তুষার ফেনা ছড়িয়ে আনন্দ করছে শিশুরা। তখন হাসতে থাকা এই ছোট মেয়ের আনন্দ ছিলো দেখার মতো।

ফিলিপিনো এক মেয়ে ঈদুল ফিতরের নামাজের জন্য যাচ্ছে।

বড়রা ঈদুল ফিতরের নামাজে মশগুল, এই ফাঁকে এক ছোট বাচ্চা শিশু তাকিয়ে দেখছে চারপাশের পরিবেশ। ছবিটি গুয়াহাটি ভারতের।

লেবাননের সিদননের একটি বিনোদন পার্কে শিশুরা মজা করছে দলবেঁধে।

ছোট বাচ্চা মেয়েরা ঈদ উৎসবের অংশ হিসেবে তাদের হাতে মেহেদির নকশা এঁকেছে। ছবিটি ইসলামাবাদের।

পাকিস্থানের ছোট দুই শিশু নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে।

 

ভারতের মুম্বাইয়ের রেলষ্টেশনে একজন মুসলিম মেয়ে মেহেদি রাঙা হাতে ফুল নিয়ে মোনাজাত করেছে।

নেপালের কাশ্মীরি মসজিদে মুসলিমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন।

জর্দানের আম্মানে ছেলেমেয়েরা দোলনায় দোল খাচ্ছে ঈদের দিন।


সিরিয়ার উদ্বাস্তু শিশুদের সাথে একজন ক্লাউন রঙিন পোশাক পরে খেলা করে শিশুদের আনন্দ দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর