টরেন্টোর মসজিদে প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:49:57

টরেন্টো ইসলামি ইন্সটিটিউট মসজিদের কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে সংস্কৃতি উন্নয়নের উদ্দেশ্যে পরিবেশগত সুরক্ষার জন্য প্লাস্টিকের ডিসপোজেবল পাত্রসমূহ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

প্রায় তিন বছর যাবত এই মসজিদে নামাজ আদায়কারী জয়নাব হামেদ বলেন, যখন প্রথম বারের মতো মসজিদ কর্তৃপক্ষের এই পদক্ষেপের কথা শুনায়, তখন বুঝলাম যে এখনই এই বিষয়টি প্রচার করার উত্তম সময়।

এই ইন্সটিটিউটটি Waste Free Ramadan নামক প্রচারাভিযান চালু করেছে। এই প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিকের ডিসপোজেবল পাত্রসমূহ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সাবধান করে দেওয়া হচ্ছে।

টরেন্টোর ইসলামি ইন্সটিটিউটের প্রধান ফরিদ আমিন বলেন, এই মসজিদে প্রতি সপ্তাহে নামাজ ও ইফতারের জন্য গড়ে ৫ হাজার জন উপস্থিত হন। যদি এই প্রচারাভিযান চালু করা না হতো তাহলে পবিত্র রমজান মাসে ২৫ হাজার প্লাস্টিকের বোতল ব্যবহার করা হতো।

টরেন্টো ছাড়াও এবছর গ্রেট ব্রিটেনের মসজিদসমূহে পবিত্র রমজান মাসে প্লাস্টিক পাত্রে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০১৭ সালে ইসলামিক অ্যাসোসিয়েশন অফ আমেরিকাও (ISNA) ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশগত সুরক্ষার জন্য মুসলমান, মসজিদ ও ইসলামিক সেন্টারসমূহে প্লাস্টিকের পাত্র ব্যবহার না করার জন্য আহ্বান জানায়।

পরিবেশবাদী সংগঠনগুলো মসজিদ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে মসজিদের প্রভাব সমাজে আর দীর্ঘস্থায়ী হবে।

এ সম্পর্কিত আরও খবর