মক্কা-মদিনায় ‘গড’ শব্দের ব্যবহার নিষিদ্ধ

মক্কা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:05:36

সৌদি আরবের প্রশাসন দেশটির মক্কা-মদিনায় ‘গড’ শব্দ বলার পরিবর্তে আরবি শব্দ ‘আল্লাহ’ ব্যবহার করার আইন জারি করেছে।

বিদেশি ভাষায় সরকারি কাগজপত্রেও এই শব্দটি উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে।

মক্কা এবং মদিনা অঞ্চলে সরকারি অনুবাদেও আল্লাহ শব্দই ব্যবহার করা হবে, এমন একটি আইন জারি করেছেন মক্কার প্রশাসক প্রিন্স খালিদ আল ফয়সাল।

দ্য নিউ আরবের খবরে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মত অনুযায়ী এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।

মুফতি জানিয়েছেন, ইংরেজি শব্দ ‘আল্লাহ’ এর স্থলে ‘গড’ শব্দের ব্যবহার অনুমোদিত নয়।

তবে ইসলামি স্কলারদের মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। অনেকে মনে করেন, গড শব্দটি অনেক সময় অবচেতনভাবেই খ্রিস্টানদের বিশ্বাসের দিকে ইঙ্গিত করে। সুতরাং তারা গড শব্দ ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো মুসলমান তাদের নিজস্ব কাজে গড নয় আল্লাহ শব্দ ব্যবহার করবে।

এ সম্পর্কিত আরও খবর