আখেরি মোনাজাত শুরু

ইজতেমা, ইসলাম

ইসলাম ডেস্ক | 2023-08-30 21:48:45

বিশ্ব ইজতেমার ময়দান থেকে: ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। এই মোনাজাতের মধ্য দিয়েই শেষ হচ্ছে এবারের বহুল আলোচিত বিশ্ব ইজতেমা। বহু আলোচনা, দেন-দরবার ও উদ্বেগ-উৎকণ্ঠা শেষে শান্তিপূর্ণভাবেই শেষ হতে চলেছে বিশ্ব ইজতেমা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন প্রখ্যাত আলেম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শামিম আহমদ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় মানুষের ভিড় বেড়েছে।

এদিকে মঙ্গলবার বাদ ফজর নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার শেষদিনের কর্মসূচি। আমবয়ান শেষে শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন নিজামুদ্দিনের মাওলানা শামিম। এরপর শুরু হলো আখেরি মোনাজাত।

এ সম্পর্কিত আরও খবর