কানাডায় মসজিদে হামলাকারীর ৪০ বছরের কারাদণ্ড

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:22:52

কানাডার কুইবেকে মসজিদে হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৪০ বছর পর তিনি মুক্তির উপযুক্ত হবেন। তখন তার বয়স হবে ৬৭ বছর। হামলার সময় তায় বয়স ছিলো ২৭। বর্তমানে তার বয়স ২৯।

আলেক্সান্ডার বিসোনেট নামের ওই ব্যক্তি ২০১৭ সালে ২৯ জানুয়ারি রাতে নামাজের সময় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে নির্বিচারে গুলি ছোড়েন। এতে ৬ জন নিহত ও ৮ জন আহত হন।

ঘটনার পর দুই বন্দুকধারীকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। ওই সময় এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে এর নিন্দা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের শান্তিকামী মানুষ এ ঘটনার নিন্দা জানায়।

২০১৮ সালের মার্চ মাসে বিসোনেট হত্যার অভিযোগ স্বীকার করেন। পরে তাকে ৬ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আইনজীবীরা তার ১৫০ বছর কারাদণ্ডের আবেদন করেন, যা কানাডায় কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ। তবে বিচারক ফ্রাংকোস হুয়োট বিসোনেটের জীবদ্দশায় মুক্তির সম্ভাবনা বিবেচনা করেন।

কুইবেকের সুপিরিয়র কোর্টের বিচারক সাজার রায় পড়ে শোনানোর সময় বলেন, শাস্তি প্রতিহিংসা হওয়া উচিত নয়।

কানাডার খুনের সর্বোচ্চ শাস্তি স্বয়ংক্রিয়ভাবে ২৫ বছর কারাদণ্ড। এর মধ্যে কোনো মুক্তির সুযোগ নেই।

উভয় পক্ষের আইনজীবীরা বলেছেন, বিচারকের দীর্ঘ সিদ্ধান্ত তারা বিশ্লেষণ করবেন এবং আপিলের সম্ভাবনা আছে।

তবে মাত্র ৪০ বছর কারাদণ্ড দেওয়ায় ওই ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই হতাশ। তাদের বক্তব্য হলো, বিসোনেট যে মাত্রায় অপরাধ সাজাতে তার প্রতিফলন ঘটেনি। তারা বিসোনেটের আরও শাস্তির প্রত্যাশা করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর