মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-20 19:21:12

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেন মাওলানা মামুনুল হকের অনুসারীরা। মিছিল শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

নেতাকর্মীরা মাওলানা মামুনুল হকের মুক্তি চেয়ে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় নির্বাচনের আগেই মামুনুল হকের মুক্তি দাবি করেন খেলাফত যুব মজলিসের শীর্ষ নেতারা।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাঈল নূরপুরী।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা মামুনুল হকের হাজার হাজার অনুসারী যোগ দেন। সমাবেশে পরিচালনা করেন প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও মজলিসে শূরা খাসের সদস্য মাওলানা ওলিউল্লাহ মাহমুদ।

সমাবেশ থেকে ফিলিস্তিনের নাগরিকদের ওপর জায়নবাদী ইহুদিদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

যুব সমাবেশ থেকে মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম মাদানিসহ কারাবন্দি সব আলেমের মুক্তির দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় পদযাত্রা, ১০ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৮ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকায় ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

 

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মাহবুবুল হক, মুফতি শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, নির্বাহী সদস্য মাওলান হেদায়াতুল্লাহ হাদী, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাইদুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, শায়খুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, মাওলানা মামুনুল হকের বড় ছেলে যিমামুল হক, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ ইসলামী যুবসমাজের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি শেখ নুরুননবী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মজলিসে শুরা খাস সদস্য হাফেজ শহিদুল ইসলাম, কারী হুসাইন আহমাদ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরিফ হুসাইন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, নরসিংদী জেলা সভাপতি মাওলানা আনোয়ার মাহমুদ ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী প্রমুখ।

মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন। ২০২১ সালে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই আছেন। সরকার ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার ও বন্দী করেছে বলে অভিযোগ অনুসারীদের। ইতোমধ্যে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মামুনুল হকের অনুসারীরা।

এ সম্পর্কিত আরও খবর