রমজান ও রোজার মূল গুরুত্ব ও বৈশিষ্ট্যসমূহ

রামাদ্বান কারীম, ইসলাম

ড. মাহফুজ পারভেজ, অ্যাসোসিয়েট এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 20:24:29

মানবজীবনে মাহে রমজান ও রোজার গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। ধর্মীয় দিক থেকে রোজা ঈমান ও তাকওয়া তথা খোদাভীতি বৃদ্ধি করে। শারীরিক দিক থেকেও মানুষের রিপু, কামনা, বাসনা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করে রোজা। একজন মানুষের সারা জীবনের বছরগুলোতে প্রাপ্ত রমজান মাস ও রোজার প্রতিটি দিন এজন্য প্রতিটি মুসলিম নরনারীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এজন্য বিশেষ মনোযোগী, আগ্রহী ও তৎপর হতে হয় প্রতিটি মুসলমান নর-নারীকে।

কারণ, অফুরন্ত কল্যাণ ও সুযোগ নিয়ে আগত রমজান ও রোজাকে হেলায় হারানো দুর্ভাগ্যের শামিল। ফলে প্রতিটি মুসলমানের সামনে রমজান ও রোজার মূল গুরুত্ব ও বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, যার ভিত্তিতে রোজার মাসকে অন্য মাসের মতো সাধারণ মনে করা যাবে না এবং মাহে রমজানের বিষয়ে বিশেষ মনোযোগী ও তৎপর হতে হবে। কারণ:

*   রমজান তাকওয়া বা খোদাভীতি বাড়ানোর মাস।

*   রমজান আল্লাহ সোবহানাহু তায়ালার কাছ থেকে পুরস্কার প্রাপ্তির মাস।

*   রমজান আল্লাহ সোবহানাহু তায়ালার নৈকট্য লাভের মাস।

*   রমজান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণের মাস।  

*   রমজান কোরআন নাজিলের মাস।

*   রমজান ফরজ রোজা পালনের মাস।

*   রমজান মুসলমানদের সর্বোত্তম মাস।

*   রমজান রহমতের মাস।

*   রমজান জান্নাত প্রাপ্তির এবং জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশের সুযোগ দানকারী মাস।

*   রমজান শেষ বিচারের কঠিন দিনে শান্তি ও নিরাপত্তার সুযোগ সৃষ্টিকারী মাস।

*   রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস।

*   রমজান দোয়া কবুলের মাস।

*   রমজান পাপ মোচন, তাওবাহ ও ক্ষমা প্রাপ্তির মাস।

*   রমজান পাপাচার থেকে বাঁচার শিক্ষা দানকারী মাস।

*   রমজান দানশীলতার মাস।

*   রমজান সাওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস।

*   রমজান বরকতময় রজনী লাইলাতুল কদরের মাস।

*   রমজান তারাবিহ নামাজের মাস।

*   রমজান ইতেকাফ করার সুবর্ণ সুযোগ সৃষ্টিকারী মাস।

বস্তুতপক্ষে, মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও মর্যাদা বলে শেষ করা যায়। মানবজীবনকে শারীরিক ও আত্মীকভাবে সফল করতে এবং দুনিয়া ও আখেরাতের চূড়ান্ত সফলতা ও কল্যাণ লাভ করতে মাহে রমজান আল্লাহ সোবহানাহু তায়ার তরফ থেকে এক ঐশী উপহার। ফলে মাহে রমজানের গুরুত্ব অনুধাবণ করে এবং বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হয়ে রোজা রাখা এবং রমজানের দিন-রাত্রি তথা প্রতিটি মুহুর্তকে সফলতার সঙ্গে অতিবাহিক করা প্রতিটি মুসলিম নর-নারীর একান্ত দায়িত্ব।  

এ সম্পর্কিত আরও খবর