কোরআন প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া গেলেন শিশু হাফেজ শিহাবুল্লাহ

কৃতিত্ব, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 05:06:47

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ক্রোয়েশিয়া গেলেন বাংলাদেশি শিশু হাফেজ শিহাবুল্লাহ।

ক্রোয়েশিয়ার কোনো প্রতিযোগিতায় এই প্রথম কোনো বাংলাদেশি অংশ নিচ্ছেন।

নয় বছর বয়সী এই কোরআনের হাফেজ বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। ওই প্রতিযোগিতায় কুমিল্লার ছেলে হাফেজ শিহাবুল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতাটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

হাফেজ শিহাবুল্লাহ দেশের খ্যাতিমান ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদরাসার ছাত্র।

হাফেজ শিহাবুল্লাহর সঙ্গে ক্বারী নাজমুল হাসান রয়েছেন। হাফেজ শিহাবুল্লাহ সাত বছর বয়স থেকে কোরআন হেফজ করা শুরু করেন এবং এক বছর বয়সেই তিনি কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

এ সম্পর্কিত আরও খবর