পশ্চিমবঙ্গের নাম এখন থেকে ‘বাংলা’

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-13 03:23:54

পশ্চিমবঙ্গের রাজ্যের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিধানসভায় এ বিল পাশ হয়। এর ফলে পশ্চিমবঙ্গের সরকারি নাম এখন থেকে ‘বাংলা’। যদিও রাজ্যের এই নাম পরিবর্তন এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়। হিন্দি, বাংলা এবং ইংরেজি- এই তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে বাংলা।

রাজ্যে নাম পরিবর্তনের বিষয়ে দু’বছর আগে ২০১৬  সালে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বাংলা’তে রাজ্যের নাম হোক ‘বাংলা’। হিন্দিতে হোক ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে হোক ‘বেঙ্গল’। সেই প্রস্তাব কেন্দ্রের কাছেও দেওয়া হয়েছিল। কেন্দ্র থেকে ওই সময় পরামর্শ দেওয়া হয় যে কোনও একটি নাম রাখার।

উনিশ বছর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।

এ সম্পর্কিত আরও খবর