মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-30 10:22:13

ভারতের লোকসভায় দেড় দশক পরে দেশটির সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে।

এর আগে শেষবার লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হয় ২০০৩ সালে।

তার আগে অবশ্য ১৯৯৯ সালে অনাস্থা ভোটেই ১৩ মাসের মাথায় সরকার পড়ে যায়। সেই সময় জয়ললিতা বিজেপির উপর থেকে সমর্থন তুলে নেওয়ায় আস্থা ভোটের মুখে পড়ে বাজপেয়ি সরকার। মাত্র এক ভোটের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার। এটাই এখনও পর্যন্ত ভারতীয় সংসদের ইতিহাসে সবচেয়ে কম ভোটের ব্যবধানে অনাস্থা ভোটের ফলাফল নির্ধারণের নজির।

সংসদে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই টিডিপির অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

শুক্রবার (২০ জুলাই) এই প্রস্তাবের উপর আলোচনা ও ভোটাভুটি হবে বলে নোটিশ দিয়েছেন তিনি।

যদিও তাতে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ বিজেপির হাতে পর্যাপ্ত সাংসদ সংখ্যা রয়েছে।

তবু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিরোধী ও শাসক দল উভয়েরই শক্তি পরীক্ষার ক্ষেত্রে এই অনাস্থা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার (১৮ জুলাই শুরু হয়েছে সংসদের এ অধিবেশন। এদিন একাধিক বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনে। স্পিকার সুমিত্রা মহাজন জানান, এনসিপি, টিডিপি, কংগ্রেস-সহ অনেক দলই অনাস্থা প্রস্তাব এনেছে। তবে লটারিতে টিডিপি সাংসদ কাশিনেনি শ্রীনিবাসনের নাম উঠেছে। তাঁর আনা প্রস্তাবের উপরেই আলোচনা হবে।

অনাস্থা প্রস্তাব আনতে হলে ন্যূনতম ৫০ জন সাংসদের সম্মতি লাগে।

এ সম্পর্কিত আরও খবর