জীবন বাঁচালো মোদির বই

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-26 20:56:17

নরেন্দ্র মোদির সাধারণ চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে উঠার কাহিনী তো সবাই জানা। সংগ্রামী এই প্রধানমন্ত্রীর লেখা বই পড়ে চাপ ও হতাশা কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরতে পেরেছে এক স্কুল ছাত্র। সে কথা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছে ছাত্রটি। আর সেই চিঠি পেয়ে আপ্লুত স্বয়ং নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ছাত্রদের কৃতজ্ঞতা স্বীকারের সেই চিঠি টুইট করে তাদের ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির লেখা 'এক্সাম ওয়ারিয়র' নামের বইটি পড়ে মোট দু'জন ছাত্র তাকে চিঠি লিখেছে। দুটি চিঠির ছবিই এদিন টুইট করেছেন মোদি। এই দুই ছাত্রের একজন দ্বাদশ শ্রেণির ছাত্র। সে লিখেছে, "আপনার বই হাতে পাওয়ার পরই আমার জীবন বদলে যায়। জীবনের সব চাপ যেন সরে যায় এবং খোলা মনে লেখাপড়া শুরু করি আবার। মন থেকে সব রকম না-বাচক ভাবনা কাটিয়ে দিয়ে আমাকে উদ্ধার করার জন্য আপনাকে ধন্যবাদ"। আরেক ছাত্রের কথায়, "আমি কখনও ভাবতেই পারিনি যে একজন প্রধানমন্ত্রী হয়ে আপনি ছোটদের জন্য বই লিখবেন...যদি শিশুদের ভোটাধিকার থাকত, তাহলে আপনাকেই ভোট দিতাম...আপনিই দুনিয়ার সেরা প্রধানমন্ত্রী"। সম্ভবত, 'মন কি বাত'-এর সাফল্যে উৎসাহিত হয়েই বই লিখেছিলেন মোদি। এবার সেই বই-এর উপযোগিতায় স্বভাবতই খুশি তিনি।

এ সম্পর্কিত আরও খবর