দুর্নীতির দায়ে নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-30 20:48:02

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের দুর্নীতি বিষয়ক আদালত। একই সঙ্গে তাকে ১০ দশমিক ৫ মিলিয়ন ডলারও জরিমানা করা হয়। এই সাজার ফলে পাকিস্তানের আগামী নির্বাচনে তার দল পিএমএল-এন পার্টি অংশ নেওয়া সম্ভাবনা শেষ হতে পারে।

শুক্রবার (৬ জুলাই) দেশটির রাজধানী ইসলামাবাদে যুক্তরাজ্যের লন্ডন পার্ক লেনের বিলাসবহুল বাড়ির মালিকানা সংক্রান্ত দুর্নীতি মামলার  এ রায় ঘোষণা করেন  বিচারক মুহাম্মদ বশির।

রায়ে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওয়াজ ও মরিয়ম লন্ডনে অবস্থান করছেন। নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন।

মামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের এ প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কারাগার বরণ করার জন্য আমি পাকিস্তানে আসছি। আমি সত্য বলা ও পাকিস্তানের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাব। 

নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির যে চারটি মামলা রয়েছে, তার একটির রায়ে এই সাজা পেলেন সাবেক পাক প্রধানমন্ত্রী। অভিযোগ ছিল, লন্ডনের অভিজাত অ্যাভেনফিল্ড হাউসে যে চারটি ফ্ল্যাট রয়েছে নওয়াজ শরিফের নামে, তাদের দাম তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন।

 

এ সম্পর্কিত আরও খবর