দিল্লিতে একই পরিবারের ১১ মরদেহ উদ্ধার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:22:38

পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে একই পরিবারের ১১ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(১ জুলাই) সকালে ভারতের রাজধানী দিল্লির বুরাতিতে এ ঘটনা ঘটেছে বলে দিল্লি ‍পুলিশ নিশ্চিত করেছে।

উদ্ধারকৃত মরদেহগুলো একই পরিবারের। তাদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন পুরুষের লাশ রয়েছে।

দিল্লি পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করছে এবং এ ঘটনার তদন্তে নেমেছে। ঐ পরিবারটি ফার্নিচারের ব্যবসা চালাত বলে এলাকার অধিবাসী জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কারও চোখ বাঁধা। কারও আবার হাত। বেশ কয়েকটি দেহ ঝুলছে তারের একটা জালি থেকে।

রোববার সকালে দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে এমন দৃশ্য দেখে হতবাক পুলিশের তাবড় অফিসাররাও। মৃতরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যদিও কী কারণে এই মৃত্যু, সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। এমনকী পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর কুড়ি ধরে বুরারি এলাকার ২৪ সন্ত নগরের দোতলা বাড়িতে থাকত ওই পরিবারটি। দুই ভাই ললিত এবং ভুবনেশ্বর তাঁদের পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতেন। সঙ্গে থাকতেন তাঁদের মা, এক বিধবা বোন। তাঁদের আসল বাড়ি রাজস্থানে। পারিবারিক মুদির দোকানের ব্যবসা রয়েছে ললিত-ভুবনেশ্বরদের। এ ছাড়াও বড় ভাই ললিতের একটি আসবাবের দোকানও ছিল। বাড়ির নীচেই তাঁর দোকান।

এ সম্পর্কিত আরও খবর