পাকিস্তানে স্টেজে গান গাওয়ার সময় গর্ভবতী শিল্পীকে হত্যা

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-22 19:38:53

দাঁড়িয়ে গান করতে অস্বীকৃতি জানানোর পর পাকিস্তানের সিন্ধু প্রদেশে জনাকীর্ণ একটি গানের অনুষ্ঠানে এক গর্ভবতী সঙ্গীত শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিন্ধুর কাঙ্গা গ্রামের ওই অনুষ্ঠানে গান গাওয়ার সময় ২৪ বছর বয়সী সামিনা সামুন মদ্যপ এক ব্যক্তির রিভলবারের গুলিতে নিহত হন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। মূল সন্দেহভাজন তারিক আহমেদ জাতইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী সুহাইল আনোয়ার সিয়াল এ বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, গর্ভবতী সামিনা বসে গান গাইছিলেন, কিন্তু তারিক তাকে দাঁড়িয়ে গান গাওয়ার অনুরোধ জানান। সামিনা অনুরোধ প্রত্যাখ্যান করেন। পরে উপস্থিত অন্যান্যদের চাপাচাপিতে সামিনা দাঁড়িয়ে গান গাওয়া শুরু করেন। এর মধ্যেই মদ্যপ তারিক রিভলভার বের করে শিল্পীর কপালে গুলি করেন। জনসমক্ষে হওয়া ওই হত্যাকাণ্ডের পরপরই ছয় মাসের গর্ভবতী সামিনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইসলামাবাদভিত্তিক মানবাধিকার কর্মী কপিল দেব টুইটারে সামিনার ভিডিও ক্লিপটি দেন, যা পরে স্থানীয় গণমাধ্যমগুলোর পোর্টালেও দেখা যায়। সামিনার স্বামী তার স্ত্রী ও গর্ভের সন্তানকে খুনের দায়ে সন্দেহভাজন তারেকের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর