আফ্রিকান উদ্যোক্তাদের জন্য আলিবাবার প্রশিক্ষণ কর্মসূচি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:00:46

আফ্রিকান উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

চীনের পূর্বাঞ্চলীয় ঝিওজিয়াং প্রদেশে যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আলিবাবা এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা।

আফ্রিকার ১১ দেশের এক হাজারেরও বেশি তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আবেদন করে। তাদের মধ্য থেকে বড় বড় প্রতিষ্ঠানের বাছাইকৃত মোট ২৯ জন উদ্যোক্তা ১৫ দিনের এই প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ পান।

চীনের বিকাশমান ই-কমার্স শিল্প সম্পর্কে এসব উদ্যোক্তারা একটা স্পষ্ট ধারনা পাবেন বলে জানান আয়োজকরা। আর আফ্রিকার ই-কমার্সে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে বলে মনে করেন তরুণ উদ্যোক্তরা।

 

এ সম্পর্কিত আরও খবর