ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 23:43:57

সৌদি উপকূলের কাছে লোহিত সাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)।

শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকালে সৌদির জেদ্দা বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার তেলবাহী ট্যাংকারটি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনওআইসি) বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় সাবিতি তেল ট্যাংকারের উপরের দুটি স্টোররুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্যাংকারটি ফুটো হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়ছে। হামলার পর ট্যাংক থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।

এই হামলার ফলে তেহরান ও জেদ্দার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এই হামলার পর বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এবিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির মুখপাত্র লে: পিট প্যাগানো জানান, হামলার ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে তারা আর কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে হামলা নিয়ে সৌদি সরকার এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।

এ সম্পর্কিত আরও খবর