আলোচনা ঘোষণার ১ দিনের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 10:10:42

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করার কয়েক ঘণ্টার মাথায় সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

বুধবার (০২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ওনসান থেকে চালু করা এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ৯১০ কিলোমিটার উচ্চতা থেকে জাপান সাগরে পতিত হয়েছে।- বার্তাসংস্থা বিবিসি

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

এ ঘটনায় জাপান বলেছে, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।

বিশ্লেষকদের মতে, মূলত নিজেদের সামরিক শক্তি সম্পর্কে জানান দিতেই উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। এর মাধ্যমে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার সংলাপে পিয়ংইয়ং এর দাবি পূরণ করা না হলে উত্তেজনার মাত্রা উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রকাশ করা হয়েছে।

গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পর এই বছর এ নিয়ে ১১ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এ সম্পর্কিত আরও খবর