যাত্রী ছাড়াই চলাচল করেছে পিআইএ’র ৪৬ ফ্লাইট

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-28 16:16:14

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ২০১৬-১৭ সালে কোনও যাত্রী ছাড়াই ইসলামাবাদ বিমানবন্দর থেকে ৪৬টি ফ্লাইট পরিচালনা করেছে। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

জিও নিউজের খবরে বলা হয়, যাত্রী ছাড়া ফ্লাইটগুলি পরিচালনা করে ১৮ কোটি রুপি লোকসান করেছে পিআইএ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশাসনকে বিষয়টি অবহিত করা সত্ত্বেও এ ব্যাপারে কোনও তদন্ত হয়নি।

এই ৪৬ ফ্লাইট ছাড়াও ৩৬টি হজফ্লাইটও কোনও যাত্রী ছাড়া চলাচল করেছে বলে একই প্রতিবেদনে বলা হয়।

সংবাদটি এমন সময়ে প্রকাশ হলো যখন পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি প্যারিস ভিত্তিক মানি লন্ডারিং ওয়াচডগ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর কালোতালিকাভুক্ত হওয়ারও সম্মুখীন। যদি সন্ত্রাসের অর্থায়ন বন্ধে ব্যর্থ হয় তবে পাকিস্তানকে কালোতালিকাভুক্ত করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে এফএটিএফ।

এ সম্পর্কিত আরও খবর