উপসাগরীয় অঞ্চলে আরো সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 19:25:24

উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারে আরো সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি আরো শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আরো সৈন্য পাঠাবে।

শুক্রবার (২০সেপ্টেম্বর) মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

তিনি বলেন, 'সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার জন্য সহায়তা চেয়েছে। তার পরিপেক্ষিতে সেনা পাঠাবে আমেরিকা।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য অনুমতি দিয়েছে বলে জানান তিনি। তবে কত সৈন্য পাঠানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার(১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

তবে এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি ও আমেরিকা সরকার। কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে আসছে।

এর পরিপেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং এর সার্বভৌম সম্পদ তহবিলের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর