জলবায়ু পরিবর্তন রোধে রাস্তায় অ্যামাজন, গুগল, ফেসবুককর্মীরা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:12:22

জলবায়ু পরিবর্তন রোধে রাস্তায় নেমেছে অ্যামাজনের ১৫০০ কর্মী। একই ইস্যুতে রাস্তায় নেমেছে গুগল, ফেসবুক ও টুইটারের কর্মীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কাজ ছেড়ে আন্দোলনে রাস্তায় নামেন তারা।

অ্যামাজন কর্মীদের একটি গ্রুপ এক টুইটে বলেন, 'আমাদের ব্যবসায়ের প্রভাবে মানুষ ও কমিনিউটি যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তার দায়ভার কোম্পানিকে নিতে হবে।'

'আমদের প্রযুক্তি প্রকৃতি বান্ধব নয়' এমন ব্যানারে রাস্তায় নেমেছে গুগলের প্রায় শ'খানেক কর্মী। তারা টুইটারে এক টুইটে বলেন, 'এই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের সঙ্গে রয়েছি। বসবাসযোগ্য পৃথিবী গড়তে আমরা প্রযুক্তি কর্মীরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ।' একইসঙ্গে ফেসবুক এবং টুইটারের কর্মীরাও আন্দোলনে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া দক্ষিণ আমেরিকা ভিত্তিক পোশাক ব্র্যান্ড কোম্পানি প্যাটাগোনিয়াও তাদের কর্মচারীদের জলবায়ু ধর্মঘটে যোগদানের সুযোগ দেবে বলে জানায়। 'অস্ট্রেলিয়ার মেরিটাইম ইউনিয়ন'ও এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। এছাড়া সিডনি'র শিপ ডক শ্রমিকরা সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত কাজ বন্ধ রেখেছে।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তন রোধে শুক্রবার সারা পৃথিবী জুড়ে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া, ভারত, হংকং, ব্যাংকক, ইন্দোনেশিয়ায় আন্দোলন অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর