পাকিস্তানে দুধের দাম লিটার প্রতি ১৪০ রুপি

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 09:50:34

পবিত্র আশুরার দিন পাকিস্তানের বড় বড় শহরগুলোতে দুধের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। করাচি ও সিন্ধ প্রদেশে দুধের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ রুপিতে ঠেকে।

পাকিস্তানের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মজার বিষয় হচ্ছে, পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম দুধের চেয়ে কম। মাত্র দুই দিন আগে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছিল ১১৩ রুপিতে, আর ডিজেল ছিল ৯১ রুপি লিটার। অথচ ওই দিন সিন্ধুর কিছু অংশে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ১৪০ টাকায়।

একজন দোকানদার জানিয়েছেন, আশুরায় চাহিদা অনেক বেড়ে যাওয়ায় করাচি শহর জুড়ে প্রতি লিটার দুধ ১২০ রুপি থেকে শুরু করে ১৪০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে।

আশুরা উপলক্ষে বের করা তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের দুধ, রস এবং ঠাণ্ডা পানি দেওয়ার জন্য নগরীর বিভিন্ন স্থানে স্টল বসে। এ জন্য দুধের চাহিদা বেড়ে যায় বহুগুণ। বাড়তি চাহিদার কারণে দামও বাড়ে।

স্থানীয় এক ব্যক্তি পাকিস্তানের গণমাধ্যমকে বলেন, আমরা প্রতিবছর কয়েকটি দুধের স্টল বসাই। কিন্তু এবার দুধের দাম বাড়ার কারণে এ বছর কেবল একটি স্টল বসিয়েছি। তার জীবদ্দশায় তিনি কখনও এতো দাম দেখেননি।

দুধের দাম নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত করাচির কমিশনার ইফতিখার শালওয়ানির অতিরিক্ত দামের বিষয়ে কিছুই করেননি বলে জানান।

অন্যদিকে কমিশনার অফিস কর্তৃক নির্ধারিত দুধের দাম এখনও ৯৯ টাকা লিটার লেখা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর