নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 00:37:19

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা জন বোল্টনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়ে দিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর কোনো কাজ নেই। তার অনেক পরামর্শের সঙ্গে আমি একমত নই।’

শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তালেবান প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে বিভাজনের খবরের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হলো।

আরও পড়ুন: ট্রাম্পের ব্যক্তিগত নারী সহকারীর পদত্যাগ

২০১৮ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসা জন বোল্টন ছিলেন ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার আগে এই পদ থেকে বিদায় নিতে হয়েছে মাইকেল ফ্লিন ও ম্যাকমাস্টারকে।

হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট বোল্টনের অনেক নীতি পছন্দ করতেন না, তাদের মধ্যে মতপার্থক্য ছিল।’ 

ট্রাম্পের টুইটের কিছু সময় পর বোল্টন এক টুইটে লিখেছেন, ‘সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।’

এ সম্পর্কিত আরও খবর